Ad Code

Ticker

7/recent/ticker-posts

ABTA HIGHER SECONDARY TEST PAPERS 2022-23 AC-35

 ABTA HIGHER SECONDARY TEST PAPERS 2022-23 AC-35



1. সঠিক উত্তরটি বেছে নাও (সকল প্রশ্ন আবশ্যিক) : 1×21=21 

(i) যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো স্থানের শিলাসমূহ চূর্ণবিচূর্ণ হয়ে সেই স্থানেই পড়ে থাকে তাকে বলে- (a) ক্ষয়ী ভবন (b) পুঞ্জাক্ষয় (c) আবহবিকার (d) পর্যায়ন।
Ans:- আবহবিকার

(ii) পাললিক শিলা গঠিত হওয়ার সময় কখনো জল তার মধ্যে আবদ্ধ হয়ে থেকে যায়। এধরনের জলকে বলা হয় (a) আবহিক জল (b) উৎস্যন্দ জল (c) সহজাত জল (d) মহাসাগরীয় জল । 

Ans:- সহজাত জল

(iii) “ভূমিরূপ হল ভূ-গঠন, প্রক্রিয়া ও পর্যায়ের ফলশ্রুতি” –এই ধারণাটি কে প্রবর্তন করেন? 

(a) জে. টি. হ্যাক (b) ডব্লু পেঙ্ক (c) এল. সি. কিং (d) ডব্লু. এম. ডেভিস। 

Ans:-ডব্লু. এম. ডেভিস। 

(iv) ‘গ্রেট ব্যরিয়ার রীফ’ দেখা যায়— (a) মার্কিন যুক্তরাষ্ট্রের উপকূলের কাছে (b) অস্ট্রেলিয়ার উপকূলের কাছে (c) এশিয়ার উপকূলের কাছে (d) দক্ষিণ আমেরিকার উপকূলের কাছে।

Ans:-অস্ট্রেলিয়ার উপকূলের কাছে

(v) ছোটনাগপুর মালভূমি অঞ্চলে যে ধরনের জলনির্গম প্রণালী অধিক সংখ্যায় গড়ে ওঠে, তা হল (a) বৃক্ষরূপী জলনির্গম প্রণালী (b) কেন্দ্রবিমুখ জলনির্গম প্রণালী (c) ভেলের কাজের সরলীকরণের কৌশল কেন্দ্রাভিমুখ জলনির্গম প্রাণালী (d) জাফরিরূপী

Ans:-বৃক্ষরূপী জলনির্গম প্রণালী

(vi) ‘পেডালফার' মৃত্তিকা গঠিত হয়- (a) শীতল অঞ্চলে (b) শুষ্ক অঞ্চলে (c) আর্দ্র অঞ্চলে (d) নাতিশীতোষ্ণ অঞ্চলে।

Ans:-আর্দ্র অঞ্চলে

(vii) হিউমাস-সমৃদ্ধ মাটির রং হয় (a) লালচে (b) কালো (c) ধূসর (d) সাদাটে 

Ans:-কালো


(viii) দক্ষিণ চীন সাগরে উদ্ভূত ঘূর্ণবাতকে বলা হয় (a) টাইফুন (b) টর্নেডো (c) হ্যারিকেন (d) উইলি-উইলি।


Ans:-টাইফুন

(ix) 'এল-নিনো' আবির্ভাবের বছরে উষ্ণ সমুদ্রস্রোত দেখা যায় (a) মান উপকূলে (b) পেরু-ইকুয়েডর উপকূলে (c) জাপান উপকূলে (d) অস্ট্রেলিয়ার উপকূলে। 

Ans:-পেরু-ইকুয়েডর উপকূলে 

(X) ওজোন স্তর ধ্বংসের জন্য যে গ্যাস প্রধানতঃ দায়ী, তা হল- (a) কার্বন ডাই অক্সাইড (b) ক্লোরোফ্লুরোকার্বন (c) সালফার-ডাই-অক্সাইড (d) মিথেন।

Ans:-ক্লোরোফ্লুরোকার্বন

(Xi) সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীদের সংখ্যা যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয়,তাকে বলে (a) ব্লু ডেটা বুক (b) গ্রিন ডেটা বুক (c) রেড ডেটা বুক (d) কোনোটি নয়।

Ans:-রেড ডেটা বুক

(xii) একটি 'মনুষ্যসৃষ্ট বিপর্যয়ের উদাহরণ হল (a) সুনামি (b) খরা (c) ভূপাল গ্যাস বিপর্যয় (d) ধ্বস।

Ans:-ভূপাল গ্যাস বিপর্যয়

 

(xiii) । শ্রীলঙ্কায় যে ফলসটি 'লিভিং ফার্মেসী' নামে পরিচিত তা হল- (a) সয়াবিন (b) কফি বীজ (c) ডাব (d) সূর্যমুখী।

Ans:-ডাব

(xiv) প্রাথমিক কার্যকলাপের সাথে যুক্তকর্মীদের বলা হয়- (a) লাল-পোশাকের কর্মী (b) নীল পোশাকের কর্মী (c) গোলাপী পোশাকের কর্মী (d) সোনালী পোশাকের কর্মী।

Ans:-লাল-পোশাকের কর্মী

 (xv) জার্মানির রূঢ় শিল্পাঞ্চল কিসের জন্য বিখ্যাত (a) কার্পাস বয়ন শিল্প (b) কাগজ শিল্প (c) লৌহ-ইস্পাত শিল্প (d) পেট্রোরসায়ন শিল্প


Ans:-লৌহ-ইস্পাত শিল্প


(xvi) ‘মুনাফা সর্বাধিকরণ তত্ত্ব'—এই ধারণাটি কে প্রবর্তন করেন (a) আলফ্রেড ওয়েবার (b) অগাস্ট ল্যাশ (c) জর্জ রানার (d) ই. ডব্লু. জিম্যারম্যান

Ans:-অগাস্ট ল্যাশ

(xvii) যে শহরে 50 লক্ষের বেশি মানুষ বসবাস করে তাকে (a) পৌরপুঞ্জ (b) মেগাসিটি (c) মহানগর (d) মহানগরপুঞ্জ

Ans:-মেগাসিটি

(xvii) নব্যস্তরের অর্থনৈতিক কার্যাবলির একটি উদাহরণ—(a) গবেষণা ও উন্নয়ন (b) পর্যটন (c) পরামর্শদান (d) ব্যাঙ্কিং পরিষেবা

Ans:-গবেষণা ও উন্নয়ন

(xix) সুয়েজ খাল সংযুক্ত করেছে- (a) ভূমধ্যসাগর ও এডেন সাগরকে (b) ভূ- মধ্যসাগর ও আরল সাগরকে (c) ভূ-মধ্যসাগর ও আটলান্টিক সাগরকে (d) ভূ- মধ্যসাগর ও লোহিত সাগরকে

Ans:-ভূ- মধ্যসাগর ও লোহিত সাগরকে

(xx) হলদিয়া যে দুটি নদীর সংযোগস্থলে গড়ে উঠেছে তা হল- (a) হলদি ও রূপনারায়ণ (b) হলদি ও কংসাবতী (c) হলদি ও হুগলি (d) ভাগরথী ও রূপনারায়ণ।

Ans:-হলদি ও রূপনারায়ণ 

(xxi) অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক হল- (a) সাক্ষরতার হার (b) মোট অভ্যন্তরীণ উৎপাদন (c) প্রত্যাশিত আয়ুষ্কাল (d) ক্রয়ক্ষমতার সমতা।

Ans:-মোট অভ্যন্তরীণ উৎপাদন


*********************************************
 2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়):

(i) আর্টেজীয় কূপ কী ধরনের শিলাস্তরে দেখা যায়?

Ans:-ভাঁজ গঠিত বা সমনত গঠন যুক্ত শিলাস্তরে আর্টেজীয় কূপ দেখা যায়।

 অথবা, টেরারোসা কী?

Ans:-চুনাপাথরযুক্ত অঞ্চলে রাসায়নিক আবহবিকারের ফলে লৌহকণাসমৃদ্ধ ভূআস্তরণের সৃষ্টি হয়। একে টেরারোসা বলে।

 (ii) তটভূমি কী? 

Ans:-উপকূলের সমুদ্রের দিকের ভূমিভাগকে তটভূমি বলে।

অথবা, টম্বোলো কী? 

Ans:-যখন কোনো চরবাঁধের দ্বারা একটি দ্বীপ মূল ভূখণ্ডের সঙ্গে অথবা একটি দ্বীপ অপর একটি দ্বীপের সঙ্গে যুক্ত হয়, তখন ওই সংযোগকারী বাঁধকে টম্বোলো বলে ।

(iii) ‘পেডিমেন্ট' বলতে কি বোঝায়? 

Ans:-মরু অঞ্চলে বায়ুপ্রবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে পাহাড়ের পাদদেশে গঠিত শিলাময়, মৃদু ঢালযুক্ত, প্রায় সমতল ভূমিকে পেডিমেন্ট (Piedmont) বলে ।

অথবা, নিকবিন্দু কী? 

Ans:-নদীর পুর্নযৌবন লাভের ফলে সৃষ্ট নতুন উপত্যকা ও পুরাতন উপত্যকার মিলন অঞ্চলকে নিকবিন্দু বলে ।

(iv) অ্যাটল কী? 

Ans:-যখন উপকূল থেকে বহুদূরে সমুদ্রের মাঝে বৃত্তাকারে প্রবাল প্রাচীর গড়ে ওঠে তাকে অ্যাটল বলে

অথবা, মোনাডনক বলতে কী বোঝায়?

Ans:-স্বাভাবিক ক্ষয়চক্রে সমপ্রায়ভূমি বা পেনিপ্লেনের ওপর কঠিন শিলায় গঠিত অবশিষ্ট পাহাড় রূপে মোনাডনক অবস্থান করে।

 (v) পেডোকাল পেডালফার মৃত্তিকার দুটি পার্থক্য লেখো.

Ans:-◆লবণ, চুন ও জৈব পদার্থ বেশি থাকায় পেডোক‍্যাল মৃত্তিকা কালচে ও ধূসর বর্ণের হয়। 

পেডালফার: লোহার অক্সাইড বেশি থাকায় পেডালফার মৃত্তিকা লালচে বর্ণের হয়

◆অধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে ধৌত প্রক্রিয়ায় ক্যালসিয়াম অপসারিত হয়ে কেবলমাত্র অ্যালুমিনিয়াম ও লৌহ অক্সাইড পড়ে থেকে পেডালফার মৃত্তিকা সৃষ্টি হয়।


স্বল্প বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে বাষ্পীভবনের পরিমাণ বেশি হলে ক্যালসিয়াম কার্বনেট ও লবণ কৈশিক প্রক্রিয়ায় মৃত্তিকার নীচের স্তর থেকে উপরের স্তরে উঠে এসে পেডোক্যাল মৃত্তিকার সৃষ্টি হয়।

 অথবা, মৃত্তিকার ক্যাটেনা বলতে কি বোঝায় 

Ans:-একই ধরনের ভূপ্রকৃতি ও জলবায়ু অঞ্চলে ভূমির ঢাল বরাবর যখন মৃত্তিকা স্তরগুলি নিজেদের মধ্যে এবং ভুপ্রকৃতির সঙ্গে সম্পর্কের ভিত্তিতে গঠিত হয়, তখন তাকে মৃত্তিকা ক্যাটেনা বলে।

(vi) অক্রুসন বলতে কি বোঝায়? 

Ans:-নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের পঞ্চম পর্যায়ে বেশি সক্রিয় শীতল সীমান্ত সহজেই উষ্ণ সীমান্ত কে ধরে ফেলে এবং পরস্পর মিলিত হয়ে একটি সীমান্তে পরিনত হয়, এই প্রক্রিয়াকে অক্লুশান বা অন্তর্লীন বলে । আর এই প্রক্রিয়ায় সৃষ্ট সীমান্ত টিকে অন্তর্লীন সীমান্ত বলে। 

অথবা, লা-নিনা কী? 

Ans:-লা-নিনা শব্দের অর্থ হলো শিশু কন্যা এটি এল নিনোর বিপরীত অবস্থা। বায়ু সঞ্চালনের ফলে স্বাভাবিক অবস্থায় অক্ষরেখা বরাবর বায়ু পূর্ব দিকের উচ্চচাপ বলয় থেকে পশ্চিমে প্রবাহিত হয়। এই অবস্থায় সমুদ্রের জলের উষ্ণতা স্বাভাবিক উষ্ণতা অপেক্ষা 4° কমে গেলে পেরু-চিলির উপকূল বরাবর যে শীতল স্রোত প্রবাহিত হয় তাকে লা-নিনা বলে।

(vii) অক্সিলোফাইট উদ্ভিদ কী? 

Ans:-যেসব উদ্ভিদ আম্লিক মৃত্তিকায় জন্মায় তাদের অক্সিলোফাইট বলে। উদাহরণ: পাইন, ফার, বার্চ ইত্যাদি

অথবা, “কিয়োটো প্রোটোকল' চুক্তি কী? 

Ans:-কিয়োটো প্রোটোকল হল একটি আন্তর্জাতিক চুক্তি।

এটি সামগ্রিক গ্রিনহাউস নির্গমন হ্রাসের সাথে সম্পর্কিত। 

এটি রিও-1992 এবং ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন ও ক্লাইমেট চেঞ্জ (UNFCCC) এর ফলাফল ছিল।

কিয়োটো প্রোটোকল 1997 সালের 11ই ডিসেম্বর জাপানের কিয়োটোতে গৃহীত হয়েছিল।

এটি 2005 সালের 16ই ফেব্রুয়ারী কার্যকর হয়। সুতরাং বিবৃতি 2 সত্য।

বর্তমানে 192টি দল রয়েছে।

কানাডা 2012 সালে প্রোটোকল থেকে প্রত্যাহার করে।

(viii) বাস্তুতান্ত্রিক বাস্তুহারা কী? 

Ans:-পরিবেশগত দুর্যোগ বা বিপর্যয়গত ( বন্যা , খরা , মরুকরণ ) কারণে যখন বাস্তুতন্ত্রের বসবাসকারী জীবসম্প্রদায় তাদের প্রাকৃতিক বাসভূমি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয় , তখন তাদের বাস্তুতান্ত্রিক বাস্তুহারা বলে ।


অথবা, জীবচিত্রোর হটস্পট এর সংজ্ঞা দাও। 

Ans:-জীব বৈচিত্রের হটস্পট বলতে সেই অঞ্চল গুলিকে বোঝানো হয় যেখানে এমন কিছু জীব প্রজাতি পাওয়া যায় যেগুলো পৃথিবীর অন্য কোন অঞ্চলে আর দেখা যায় না এবং সেই জন্যই এই সমস্ত অঞ্চলের জীব প্রজাতি গুলির বিলুপ্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সারা পৃথিবীব্যাপী বর্তমানে মোট 36 টি জীব বৈচিত্রের হটস্পট চিহ্নিতকরণ করেছে UNEP.


(ix) হড়পা বান কী? 

Ans:-

উচ্চ পার্বত্য অঞ্চলে অতধিক বৃষ্টি বা হিমবাহ সৃষ্ট হ্রদের জলে আচমকা বাঁধ ফেটে বন্যার সৃষ্টি হলে, তাকে হড়পা বান (Flash Flood) বলে।

(x) ইন্দোনেশিয়ায় স্থানান্তর কৃষির স্থানীয় নাম কী? 

Ans:- হুমা


Extra note

ভারত-ঝুম চাষ।

২)বাংলাদেশ-ঝুম চাষ।

৩)শ্রীলংকা-চেনা।

৪)ব্রাজিল-রোকা।

৫)ইন্দোনেশিয়া-হুমা।

৬)ভিয়েতনাম-রে।

৭)লাওস-হে।

৮)মালয়েশিয়া-লাডাং।

৯)ভেনেজুয়েলা-কোনুকো।

১০)মেক্সিকো-মিলপা।

১১)মায়ানমার-টাঙ্গিয়া।

১২)কঙ্গো-মাসোলে।

১৩)ফিলিপাইন্স-কেইঞ্জিন।

১৪)দক্ষিণ আফ্রিকা-ফ্যাঙ।

১৫)থাইল্যান্ড-তামরাই।



অথবা, মিশ্র কৃষি বলতে কি বোঝায়?

Ans:-যে বাজারমুখী ও ঝুঁকিহীন কৃষি ব্যবস্থায় বিভিন্ন কৃষিজ ফসল উৎপাদনের পাশাপাশি বৈজ্ঞানিক পদ্ধতিতে পশুপালন করা হয় তাকে মিশ্র কৃষি বলে । 

 (xi) বিশুদ্ধ কাঁচামালের সংজ্ঞা দাও। 

Ans:-যে  সমস্ত   কাঁচামাল শিল্পজাত দ্রব্যে পরিণত হওয়ার পর শিল্পজাত দ্রব্যের ওজন বিশেষ কমে না, তাদের বিশুদ্ধ শ্রেণীর কাঁচামালের বলে। এই প্রকার কাঁচামালের পণ্য সূচক 1 বা 1 এর কম হয়। এই ধরনের কাঁচামালের ওপর নির্ভরশীল শিল্পগুলি কাঁচামাল উৎপাদক অঞ্চল অথবা বাজার যেকোনো জায়গায় গড়ে উঠতে পারে।

উদাহরণ-কার্পাস বয়ন শিল্পের কার্পাস, পাট শিল্পের পাট ইত্যাদি।

অথবা, আমেদাবাদকে ভারতের ম্যাঞ্চেস্টার বলা হয় কেন?

Ans:- ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টার এর মতো ভারতের গুজরাট রাজ্যের আমেদাবাদ অঞ্চল কার্পাস বস্ত্র উৎপাদন ও রপ্তানিতে উন্নতি লাভ করেছে। দুটি স্থানের মধ্যে কিছু সাদৃশ্য থাকায় আমেদাবাদকে ভারতের ম্যাঞ্চেস্টার বলা হয়।

 (xii) WTO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? 

Ans:-জেনেভা, সুইজারল্যান্ড

(vii) পরিব্রাজন বলতে কি বোঝায়?

Ans:- পরিব্রাজন বলতে সাধারণত অর্থনৈতিক বা সামাজিক কারণ বশত স্থায়ী বা অস্থায়ী ভাবে বসবাসের উদ্দেশ্যে মানুষের এক স্থান থেকে অন্য স্থানে গমনকে বোঝানো হয়ে থাকে।

 অথবা, C.BD বলতে কি বোঝায়?

Ans:-পৌর বসতির কেন্দ্রস্থলে গড়ে ওঠা প্রধান অর্থনৈতিক ও প্রশাসনিক এলাকাকে কেন্দ্রীয় বাণিজ্য এলাকা (Central Business District ) বা CBD বলে। 


 (xiv) কোন নদীর উপর চিত্রকূট জলপ্রপাত অবস্থিত?

Ans:- চিত্রকূট জলপ্রপাত হল ইন্দ্রবতী নদীতে ভারতের ছত্তিশগড় রাজ্যের বাস্তার জেলার জগদলপুরের পশ্চিমে অবস্থিত একটি প্রাকৃতিক জলপ্রপাত। 


***********************************************************************************

3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) :
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : 

 (a) তরঙ্গ-কর্তিত মঞ্চ ও ব্লো-হোল কীভাবে সৃষ্টি হয়, তা উপযুক্ত চিত্রসহ আলোচনা করো। প্রবাল প্রাচীর গড়ে ওঠার অনুকূল শর্তগুলি লেখো। 

Ans:- To be Updated Soon

 

অথবা, মৃত্তিকা সৃষ্টিতে আদিশিলা ও জলবায়ুর ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। নদীগ্রাস কী?


Ans:- To be Updated Soon

 (b) বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি উল্লেখ করো। জাঙ্গল উদ্ভিদ ও লবণাম্বু উদ্ভিদের মধ্যে পার্থক্য লেখো।

Ans:-To be Updated Soon

অথবা, মৌসুমি বায়ুর উপর ‘জেটপ্রবাহ’-এর প্রভাব বিশ্লেষণ করো। দুর্যোগ ও বিপর্যয়- এর মধ্যে পার্থক্য লেখো।

Ans:-To be Updated Soon


(c) ‘ব্যাপক কৃষি’ প্রধানত রপ্তানিভিত্তিক হওয়ার কারণ কী? ভারতে ডাল চাষের সমস্যাগুলি লেখো। শস্যাবর্তন বলতে কি বোঝ? 

Ans:-To be Updated Soon

(d) কানাডায় কাগজশিল্পের উন্নতির কারণগুলি লেখো। ভারতে পাটশিল্পের সমস্যাগুলি লেখো। 


Ans:-To be Updated Soon

(e) জনবিবর্তন মডেলের বিভিন্ন পর্যায়ের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করো। গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠার অনুকূল কারণগুলি লেখো। 

Ans:-To be Updated Soon

অথবা, কাম্য জনসংখ্যার সংজ্ঞা ও দুটি বৈশিষ্ট্য লেখো। বেঙ্গালুরু ‘ইলেকট্রনিক শিল্পে’ উন্নত হওয়ার কারণগুলি লেখো। পরিকল্পনা অঞ্চল কাকে বলে? 


Ans:- To be Updated Soon

Reactions

Post a Comment

0 Comments

Ad Code